/anm-bengali/media/media_files/VYPzswJmfMN3AbbDodNV.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এবার বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন। বাংলায় বোমা শিল্প হবে বলে কটাক্ষ করেছেন। এছাড়াও কটাক্ষ করে তিনি বাংলার ভাঁড়ার ভর্তি করার জন্য তিনি বিভিন্ন দেশে চলমান যুদ্ধে বাংলা থেকে বোমা রপ্তানি করার পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন, "বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট (বিজিবিএস) এর পূর্ণ রূপ পরিবর্তন করে বোমা গোলা বারুদ সামিট (বিজিবিএস) করা উচিত"। তার এই মন্তব্যের ভিডিও সামনে আসতেই শোরগোল শুরু হয়েছে। কি বলেছেন তিনি? দেখুন ভিডিও-
#WATCH | Kolkata: West Bengal BJP president Sukanta Majumdar says, "No industry is coming here...So CM Mamata Banerjee should change the full form of the Bengal Global Business Summit (BGBS) to Bomb Gola Barud Summit (BGBS)..." pic.twitter.com/9vDjQCrOzV
— ANI (@ANI) November 22, 2023
/anm-bengali/media/media_files/zzZDE8LQjQYMWVzYTl0x.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us