/anm-bengali/media/media_files/TYGncaLRGpG8C2SFVG9b.jpg)
নিজস্ব সংবাদদাতা: অর্জুন সিংয়ের বাড়ির সামনে বোমাবাজির ঘটনা। জগদ্দলের মেঘনা মোড়ে বোমাবাজি হয়। পায়ে স্লপিন্টার লেগেছে বলে দাবি করলেন বিজেপি নেতা। গুলি চালানোরও অভিযোগ।
এই নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেছেন, "অর্জুন সিংকে যেভাবে বোমা হামলা করা হয়েছে, এটা খুবই লজ্জাজনক ঘটনা। একজন সাংসদ যদি বাংলায় নিরাপদ না থাকেন তাহলে বাংলায় আমরা কার কাছে নিরাপদ থাকার আশা করব? আমার মনে হয় তদন্ত হওয়া উচিত। আমরা এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের সাথে কথা বলব, এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নজরে আনব"। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছেন অর্জুন। পুলিশের সামনেই কমপক্ষে ২০-২৫টা বোমা পরে বলে অভিযোগ। পুলিশের সামনেই মজদুর ভবন লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। এই ঘটনার অভিযোগ উঠেছে ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুনীতা সিংয়ের ছেলে নমিত সিংয়ের অনুগামীদের উপর। অভিযোগ উড়িয়ে দিয়েছেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম।
#WATCH | Balurghat, West Bengal | Union Minster Sukanta Majumdar says, "The way Arjun Singh was attacked by the bomb, it's is a very shameful incident. If an MP is not safe in Bengal then whom we can expect to be safe in Bengal? I think an investigation must be done, we will talk… pic.twitter.com/5yByklGbV0
— ANI (@ANI) October 4, 2024
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us