মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে বিএলও-রা, হাতে তালা!

কেন তালা নিয়ে বিক্ষোভ?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-11-24 at 5.35.30 PM

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: SIR আতঙ্কে একের পর এক আত্মহত্যা, মৃত্যু এমনকি বিএলও-দের অসুস্থতার খবরে জেরবার পরিস্থিতি। এই আবহে এবার "বিএলও অধিকার রক্ষা কমিটি" এসআইআর ও মৃত্যুমিছিল বন্ধ করার দাবিতে বিক্ষোভের ডাক দিয়েছিল সোমবার। কলেজ স্ট্রিট থেকে শুরু হয় মিছিল আর সেই মিছিল গিয়ে শেষ হয় মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে। আর সেখানেই সৃষ্টি হয় উত্তেজনা। পুলিশের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়ে বিএলও-রা। দেখা যায় বিক্ষোভকারীদের হাতে চেন তালা। তাদের দাবি, তারা মুখ্য নির্বাচনী দফতরে তালা ঝোলাবে। এমনকি মুখ্য নির্বাচনী দফতরের সামনে দেওয়া ব্যারিকেডও ভেঙে ফেলার চেষ্টা করে বিক্ষোভকারীরা। 

Screenshot 2025-11-24 163538