BREAKING: এসআইআর বন্ধের দাবিতে পথে BLO অধিকার রক্ষা কমিটি

কি অভিযোগ তাদের?

author-image
Anusmita Bhattacharya
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা: এসআইআর বন্ধের দাবিতে সোমবার পথে নামল BLO অধিকার রক্ষা কমিটি। "বিএলও অধিকার রক্ষা কমিটি"র ব্যানারে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। মৃত্যুমিছিল আটকাতে এসআইআর বন্ধ করা হোক, এই মর্মে হচ্ছে এই বিক্ষোভ। জানা গেছে, মিছিলে থাকবে তৃণমূলপন্থী একাধিক সরকারি কর্মী সংগঠনের পাশাপাশি নানা শিক্ষক সংগঠনের সদস্য। কলেজ স্ট্রিট থেকে নির্বাচন কমিশনের দপ্তর পর্যন্ত হবে এই মিছিল। অপরদিকে BLO ঐক্যমঞ্চ এই আন্দোলনের বিরোধিতা করে দাবি করেছে এই আন্দোলন শাসকদলের মদতে হচ্ছে।

1974062-sir

আন্দোলনে যারা সামিল হয়েছেন তাদের মধ্যে কারুর কারুর অভিযোগ এসআইআরের কাজের জন্য স্কুলে যেতে পারছেন না। আবার কেউ কেউ বলছেন কাজের চাপ প্রচন্ড।