নিজস্ব সংবাদদাতাঃ কলকাতা পুরসভায় (KMC) তুলকালাম ঘটনা ঘটে গেল আজ শনিবার দুপুরে। বিজেপি (BJP) ও তৃণমূল (TMC) কাউন্সিলরদের মধ্যে হাতাহাতির অভিযোগ। অধিবেশন চলাকালীন এই হাতাহাতির ঘটনা ঘটে বলে অভিযোগ। এদিকে পরিস্থিতি সামাল দিতে আসরে নামলেন মেয়র ফিরহাদ হাকিম। তৃণমূলের বিরুদ্ধে হামলা ও মারধরের অভিযোগ উঠেছে। বিজেপি নেতা সজল ঘোষ জানান, ‘আমি বলেছিলাম আপনাকেই মাঝে মাঝে বিরোধী মনে হয়। একথা বলার সঙ্গে সঙ্গে তৃণমূল টেবিল বাজাতে শুরু করে। মেয়রের নিরাপত্তা কর্মীরা ঢুকতে শুরু করেন।‘