‘বিজেপি-টিএমসি দলাদলি করছে’: মহম্মদ সেলিম

মন্দির বা মসজিদ তৈরি করবে তা নিয়ে প্রতিযোগিতা চলছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
mahammad Salim2.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: মহাকাল মন্দির প্রতিষ্ঠা নিয়ে এবার কটাক্ষের সুর শোনা গেল বাম নেতাদের গলায়। এদিন সিপিআই-এম নেতা মহম্মদ সেলিম বলেন, “বিজেপি-টিএমসির মধ্যে এখনও দলাদলি চলছে। কিছু লোক নিজেদের আরও হিন্দু প্রমাণ করার চেষ্টা করছে, আবার কিছু লোক নিজেদের আরও মুসলিম প্রমাণ করার চেষ্টা করছে। কে বেশি ধার্মিক, কে সবচেয়ে বড় মন্দির বা মসজিদ তৈরি করবে তা নিয়ে প্রতিযোগিতা চলছে। স্কুল এবং হাসপাতাল বন্ধ করে দেওয়া হচ্ছে, রাস্তাঘাটের অবস্থা খারাপ, কিন্তু বিজেপি এবং টিএমসি উভয়ই একসাথে জনগণকে বিভ্রান্ত করছে”।

bjp tmc