New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
নিজস্ব সংবাদদাতা : আজ সকাল থেকেই দুইপক্ষের গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়েছিল মহেশতলার রবীন্দ্রনগর এলাকা। এরপর সময় যত গড়াতে থাকে পরিস্থিতি ততই উত্তপ্ত হতে শুরু করে। একসময় পরিস্থিতি পুরোপুরি হাতের বাইরে চলে যায় পুলিশের। আর এবার এই ঘটনার প্রেক্ষিতেই ভবানী ভবনে পৌঁছায় বিজেপি পরিষদীয় দল। মূলত রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের সাথে দেখা করার জন্যই এই অভিযান করেছিল বিজেপি পরিষদীয় দল।
/anm-bengali/media/post_banners/4cZT5wSoyHJepKAtOzxA.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us