নিজস্ব সংবাদদাতা: জয়নগরে নয় বছরের কিশোরীকে ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল স্থানীয় এলাকা। সেই প্রভাব এসে পড়ল কলকাতাতেও। কলকাতায় সেন্ট্রাল অ্যাভিনিউ অবরুদ্ধ করে বিক্ষোভ দেখাছেন ট্রায়ার জ্বালিয়ে বিজেপি কর্মীরা।জয়নগরে ৯ বছরের বালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ। দেহ সংরক্ষণের দাবিতে হাসপাতালে ধর্নায় বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। হাসপাতালে পৌঁছলেন সিপিএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায়ও। হাসপাতালের সামনে উঠছে পুলিশের বিরুদ্ধে স্লোগান।
নির্যাতিতার দেহ কাঁটাপুকুর মর্গে এলে পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে। বাম-বিজেপি নেতা-নেত্রীদের সঙ্গে পুলিশের ধ্বস্তাধ্বস্তি হয়। বাম কর্মী সমর্থকদের মারধর করেছে কলকাতা পুলিশ বলে অভিযোগ উঠেছে। অন্যদিকে, সাংবাদিকদের মারধর করা হয় বলেও পুলিশের তরফে অভিযোগ ওঠে। অন্যদিকে, জয়নগরের প্রভাব এসে পড়ে বারুইপুরে। :বারুইপুরের SDPO অতীশ বিশ্বাসকে লাঠি হাতে তাড়া করেন স্থানীয়রা। পরিস্থিতি সামাল দিতে জয়নগর থানা থেকে বিশাল পুলিশ পাঠানো হয়। কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। পাল্টা পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি হয়। পুলিশকেও ইট ছুড়তে দেখা যায়।
জানা গিয়েছে, জয়নগর থানার ক্লাস ফোরে পড়া এক ছাত্রী টিউশন থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়ে যায়। পরিবারের তরফে অভিযোগ জানানো হয়েছে, পুলিশের কাছে সেই অভিযোগ জানাতে গেলে, তা নেওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়নি। পরে বলা হয়, জয়নগর থানায় অভিযোগ জানাতে হবে। এরপর বাড়ির কাছে একটা জলাজমি থেকে ওই নাবালিকার দেহ উদ্ধার করা হয়। ওই নাবালিকার দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
/anm-bengali/media/media_files/agbpsHjkczXAnwsxvKtb.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us