“মমতা সরকারের বিদায়ের কাউন্টডাউন শুরু”— শমীক ভট্টাচার্যের দাবি নিয়ে চর্চা তুঙ্গে

পশ্চিমবঙ্গ বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যর দাবি, রাজ্যে BLO-রা CISF চাইছেন, যা সারা দেশে দেখা যায় না। তাঁর বক্তব্য, মানুষ ঠিক করেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার বিদায় দেখাবে।

author-image
Tamalika Chakraborty
New Update
bjp leader shamik.jpg

নিজস্ব সংবাদদাতা: পশ্চিমবঙ্গের রাজনীতি ফের উত্তপ্ত। আসন্ন নির্বাচনের আগে কড়া সুরে তৃণমূল সরকারের বিরুদ্ধে আক্রমণ শানালেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁর অভিযোগ, দেশজুড়ে বিশেষ ভোট নিরাপত্তা ব্যবস্থা চালু থাকলেও শুধুমাত্র পশ্চিমবঙ্গেই BLO-রা CISF-এর দাবি তুলছেন, যা প্রশ্নের জন্ম দিচ্ছে। শমীকের বক্তব্য, “সারা ভারতেই এই প্রক্রিয়া চলছে। কিন্তু অন্য কোনও রাজ্যে BLO নিরাপত্তা চায় না। শুধু বাংলায় CISF চাই কেন?”

বিজেপি সভাপতির দাবি, রাজ্যে ভোট হলেই নিরাপত্তা নিয়ে আতঙ্ক তৈরি হয়, আর এতে শাসকদলের ভূমিকা নিয়ে সন্দেহ থেকেই যায়। তাঁর সাফ কথা, “আমরা ভোটের জন্য পুরোপুরি প্রস্তুত। আমরা মমতাকে হারাব। বাংলার মানুষ ঠিক করে ফেলেছেন — যাই হোক, যেমনই হোক, মমতাকে যেতে হবে।”

Mamata Banerjee

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, ভোট সামনে রেখে শমীকের এই বার্তা বিজেপির আত্মবিশ্বাসের ইঙ্গিত দিচ্ছে এবং একইসঙ্গে নিরাপত্তা ইস্যুকে কেন্দ্র করে নতুন বিতর্কেরও পথ খুলছে। তৃণমূল অবশ্য বারবার দাবি করেছে, বিজেপি ইচ্ছে করে রাজ্যে অশান্তির ছবি তুলে ধরছে। তবে বিজেপির মতে, “বাংলা এখন পরিবর্তনের অপেক্ষায়।”

এখন দেখার ভোটের দিন যত এগোবে, CISF ও ভোট নিরাপত্তা নিয়ে এই বাকযুদ্ধ কোন দিকে মোড় নেয় এবং রাজনীতির ময়দানে শেষ হাসি কার মুখে ফুটে।