নিজস্ব সংবাদদাতা : এবার মুর্শিদাবাদ হিংসার ঘটনা প্রসঙ্গে মুখ খুললেন বিজেপি সাংসদ রাজু বিস্ত। এই বিষয়ে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চরম আক্রমণ করলেন তিনি। তিনি বলেন, “আজ রাজ্যে যে গুন্ডামি ও ভাঙচুর চলছে, তার মূল উৎস মুখ্যমন্ত্রী নিজে। মমতা যদি প্রকাশ্যে বলেন, যে তিনি সংসদে পাস হওয়া একটি আইনকে (ওয়াক্ফ আইন) কার্যকর হতে দেবেন না, তবে সেটি “দেশবিরোধী ও বাংলা-বিরোধী শক্তিদের” খোলাখুলি আমন্ত্রণ জানানোর সমান।''
/anm-bengali/media/media_files/qcuUnhs7ylP3WllAIb7f.jpg)
এর পাশাপাশি তিনি মুখ্যমন্ত্রীর এই অবস্থানকে সংবিধানের পরিপন্থী ও উস্কানিমূলক বলেও অভিহিত করেন।