"শাসক দল CAG রিপোর্ট শুনলেই লাফাচ্ছে" - মন্তব্য শুভেন্দু অধিকারীর

বিধানসভার অধিবেশনে CAG রিপোর্ট সংক্রান্ত দুর্নীতি নিয়ে সরকারের দিকে উঠছে অভিযোগের তীর। বিধানসভার বাইরে তাই প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ বিজেপির। "রিপোর্টে ভুল তথ্য আছে প্রায় কয়েকশো" - মন্তব্য বিজেপি নেতার।

author-image
Shroddha Bhattacharyya
New Update
dew

নিজস্ব সংবাদদাতা : বিধানসভার বাইরে আজ বিক্ষোভ বিজেপি বিধায়কদের। CAG রিপোর্টে সরকারের দুর্নীতি নিয়ে অভিযোগ তোলেন বিজেপি বিধ্যায়কেরা। রিপোর্টকে হাতিয়ার করেই বিজেপির পক্ষ থেকে মুলতুবি প্রস্তাব আনা হয়। অধিবেশনে এই প্রস্তাব মুলতুবি রাখার নির্দেশ দেওয়ার পরেই ওঠে তুমুল উত্তেজনার ঝড়। বিধানসভার বাইরে বিজেপির বিধায়কেরা বিক্ষোভ দেখতে শুরু করেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী , "এটা বিধানসভার সক্ষিপ্ততম অধিবেশন হয়েছে। আমরা কেউ ওয়াক আউট করিনি, মুলতুবি করা হয়েছে। ক্যাগ রিপোর্টের কথা শুনলেই শাসক দল লাফাচ্ছে। এই রিপোর্টে ভয়ঙ্কর সব তথ্য রয়েছে। পশ্চিমবঙ্গে কোম্পানির মতো করে সব চলছে। " এছাড়াও ক্যাগ রিপোর্টে নাকি কয়েকশো ভুল তথ্য রয়েছে বলে দাবি বিজেপি নেতার। চোর কটাক্ষ করে সরকারকে আক্রমণও করেছে বিরোধীরা। বিরোধীদের কণ্ঠরোধের অভিযোগ এনেছে বিজেপি। 

flavourfood

cityaddnew

flamefood1