/anm-bengali/media/media_files/2025/02/08/IJhLdFye5M44ROfxLyW2.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: আর মাত্র এক বছরের অপেক্ষা, ২০২৬-এ পশ্চিমবঙ্গে হতে চলেছে বিধানসভা নির্বাচন। তার আগেই চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দিল বঙ্গ বিজেপি। আর এবার ইস্তাহার প্রকাশের জন্য নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা পর্যন্ত অপেক্ষা নয়। দল সূত্রে খবর, পুজোর পরেই প্রকাশ পাবে বিজেপির ভোটের সংকল্পপত্র (ইস্তাহার)। এই ইস্তাহারের প্রচ্ছদ পরিকল্পনার দায়িত্ব দেওয়া হয়েছে সদ্য প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে।
দলীয় শিবিরে জানা গিয়েছে, এই ইস্তাহারে নেতিবাচক নয়, বরং ইতিবাচক প্রচারেই জোর দেবে গেরুয়া শিবির। রাজ্যে ক্ষমতায় এলে কী কী উন্নয়নমূলক পদক্ষেপ নেওয়া হবে, সেই দিকেই নজর থাকবে দলের।
বিজেপির অভ্যন্তরীণ পর্যালোচনায় দেখা গিয়েছে, ২০২৪-এর লোকসভা ভোটে ৯২টি বিধানসভা কেন্দ্রে এগিয়ে রয়েছে বিজেপি। পাশাপাশি ১০৮টি কেন্দ্রে ৫ হাজার ভোটের কম ব্যবধানে পিছিয়ে রয়েছে তারা। অর্থাৎ এই ২০০টি কেন্দ্র-কে ঘিরেই গঠন করা হচ্ছে বিশেষ রণকৌশল।
সূত্রের খবর, ইস্তাহারে বাংলার যুব, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও শিল্পের জন্য বিশেষ কর্মসূচি থাকবে। ইতিমধ্যেই ইস্তাহার তৈরির কাজ শুরু করেছে বিশেষ কমিটি। সুকান্ত মজুমদার এই ইস্তাহারের ভাবনা, কাঠামো ও প্রচ্ছদ পরিকল্পনার দায়িত্বে রয়েছেন।