New Update
/anm-bengali/media/media_files/NP9GtSNvRqBg5Iww88cG.jpg)
নিজস্ব সংবাদদাতাঃমঙ্গলবার পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযান নিয়ে রাজ্য জুড়ে বাড়ছে উত্তেজনা। এই বিষয় নিয়ে এবার বড় মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
/anm-bengali/media/media_files/mihf0zzaR3JC17equGsQ.jpg)
সুকান্ত মজুমদার বলেছেন, “ছাত্র সমাজের গণতান্ত্রিক আন্দোলনকে ভয় দেখানোর চেষ্টা চলছে। যদি সরকার ভাবে এইভাবে ভয় দেখিয়ে আন্দোলনকে থামানো যাবে, তাহলে তারা ভুল ভাবছে। আর যদি মুখ্যমন্ত্রী ভাবেন এইভাবে ছাত্রদের ভয় দেখিয়ে ছাত্রদের আন্দোলন দমন করা যাবে, ছাত্রদের ওপর অত্যাচার করা হবে তাহলে ভুল ভাবছেন।
ছাত্রদের ওপর যদি লাঠি চার্জের একটি ঘটনাও ঘটে তবে প্রয়োজনে বিজেপি আগামীদিনে নবান্ন অভিযানের ডাক দেবে। প্রশাসন এবং পুলিশকে জানিয়ে বিজেপি পরবর্তীতে নবান্ন অভিযান করবে।”
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us