পুরসভা যেন বক্সিং রিং! হাতাহাতি, ধাক্কাধাক্কি, মুখ খুললেন সজল ঘোষ

কলকাতা পুরসভায় সাপ্তাহিক অধিবেশন চলাকালীন ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায়। হাতাহাতি, মারামারিতে জড়িয়ে পড়েন তৃণমূল ও বিজেপির কাউন্সিলররা।

author-image
SWETA MITRA
New Update
sajalll.jpg

নিজস্ব সংবাদদাতাঃ শনিবাসরীয় দুপুরে কলকাতা পুরসভা একপ্রকার বক্সিং রিং-এ পরিণত হয়েছিল। তৃণমূল ও বিজেপি কাউন্সিলরদের মধ্যে হাতাহাতির ঘটনা সকলকে বক্সিং-এরই কথা মনে করিয়ে দেবে বটে। আজ কলকাতা পুরসভায় সাপ্তাহিক অধিবেশনের মাঝে প্রবল অশান্তিতে জড়িয়ে পড়েন বিজেপি নেতা সজল ঘোষ, তৃণমূল নেতা অসীম বোস। চলে প্রবল ধাক্কাধাক্কি। এই বিষয়ে এবার মন্তব্য করলেন সজল ঘোষ (Sajal Ghosh)। তিনি বলেন, "কোনও ইস্যু ছিল না। আমি মেয়রের সাথে হালকা ভাবে কথা বলছিলাম... হঠাৎ তৃণমূলের লোকেরা এসে আমার ওপর হামলা চালায়। প্রতি মাসে কর্পোরেশনে আমাদের উপর আক্রমণ হয় এবং আজ এটি হাউসে ঘটেছে। জনপ্রতিনিধিদের ক্ষেত্রে যদি এমন অবস্থা হয়, তাহলে জনগণের অবস্থা কী? তারা এখন আমাকে কারণ দর্শানোর নোটিশও দিয়েছে। আমি তাদের একটি কেলেঙ্কারি উন্মোচন করেছি এবং এ কারণেই তারা চায়নি যে আমরা কথা বলি।“