নিজস্ব সংবাদদাতা: বিজেপির প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায় টুইট করে বলেন, "শাসকের শাসন, আইনের শাসন নয়? হতবাক! পশ্চিমবঙ্গ পুলিশ লাভলি মৈত্রের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে অস্বীকার করেছে। তৃণমূলের বিধায়ক যিনি খুব খারাপ ভাষায় প্রতিবাদী ডাক্তারদের "কসাই" হিসাবে উল্লেখ করেছিলেন। এই সিদ্ধান্তটি ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে, বিশেষ করে যে লাভলি মৈত্র আইপিএস সৌম্য রায়ের স্ত্রী, একজন বিশিষ্ট পশ্চিমবঙ্গের ক্যাডার অফিসার। সেই লাভলি মৈত্রের বিরুদ্ধে পদক্ষেপ নিতে অনীহা পশ্চিমবঙ্গে আইনের নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। রাজনৈতিক যোগসাজশের কারণে ন্যায়বিচার কি আপস করা হচ্ছে? ক্রমবর্ধমান অনুভূতি হল বাংলায়, শাসকের শাসনে আইনের শাসনের ছায়া পড়ে। "
/anm-bengali/media/media_files/lS9jkgTgsaPX8NBuKedN.jpg)
তৃণমূলের ওপর বিজেপির আক্রমণ ক্রমেই জোড়াল হয়ে উঠছে। বিরোধীরা আরজি কর কাণ্ড নিয়ে সরকারকে যথেষ্ঠ চাপে রেখেছে। অন্যদিকে, রাজ্যের মানুষ আরজি কর ইস্যুতে রাস্তায় নেমেছে। লাভলি মৈত্রের বিতর্কিত মন্তব্যের মধ্যে পশ্চিমবঙ্গের বিধানসভায় ধর্ষণ বিরোধী বিল পেস হয়। তবে বিধানসভায় মুখ্যমন্ত্রীর মন্তব্য নিয়ে নতুন করে সমালোচনার সৃষ্টি হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, মেয়েদের নাইট শিফট কম দেওয়ার চেষ্টা হবে। এই মন্তব্য়ের জেরেই নতুন করে মুখ্যমন্ত্রীকে সমালোচনার মুখে পড়তে হয়েছে। অগ্নিমিত্রা পাল বলেন, মুখ্যমন্ত্রী মেয়েদের মৌলিক অধিকারণ হরণ করার চেষ্টা করছেন।