DA : মামলায় অর্থ নষ্ট! প্রাপ্য নিয়ে খোঁচা বিজেপি নেতার

বকেয়া ডিএ-র দাবিতে লাগাতার চলছে ধর্না-আন্দোলন। একের পর এক কর্মসূচি গৃহীত হলেও হচ্ছে না দাবি পূরণ। বকেয়া ডিএ বকেয়াই রয়েছে।ডিএ-র জল গড়িয়েছে হাইকোর্ট-সুপ্রিম কোর্ট পর্যন্ত। এরই মাঝে চলছে বিরোধীদের আক্রমণ।

author-image
Pallabi Sanyal
New Update
da

প্রতীকী ছবি


নিজস্ব সংবাদদাতা : চাইলেই বকেয়া ডিএ মেটাতে পারতো রাজ্য! যে পরিমাণ সরকারি অর্থ দুর্নীতি মামলা সহ বিভিন্ন মামলায় খরচ করেছে রাজ্যের শাসক দল, সেই অর্থ মামলায় অহেতুক খরচ না করলে সহজেই  সরকারি কর্মীদের ডিএ মিটিয়ে দেওয়া যেত। ডিএ ইস্যুতে তৃণমূল সরকারকে খোঁচা দিয়ে পোস্ট বিজেপি নেতা অনুপম হাজরার।   

anupam hazra

বকেয়া ডিএ-র দাবিতে লাগাতার চলছে ধর্না-আন্দোলন। একের পর এক কর্মসূচি গৃহীত হলেও হচ্ছে না দাবি পূরণ। বকেয়া ডিএ বকেয়াই রয়েছে। এদিকে, কর্মবিরতির ডাক দিলে তার বিরুদ্ধে পদক্ষেপের কথা শোনাচ্ছে সরকার। এই পরিস্থিতিতে হকের ডিএ-র দাবিতে নিজেদের অবস্থান থেকে সরতে নারাজ ডিএ আন্দোলনকারীরা। ডিএ-র জল গড়িয়েছে হাইকোর্ট-সুপ্রিম কোর্ট পর্যন্ত। এরই মাঝে চলছে বিরোধীদের আক্রমণ।