বিজেপির গোষ্ঠীকোন্দলের জেরে আক্রান্ত খগেন মুর্মু, দাবি করলেন মুখ্যমন্ত্রী

নাগরাকাটায় হামলার নেপথ্যে জনরোষই প্রধান কারণ।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
khagen murmu

File Picture

নিজস্ব সংবাদদাতা: নাগরাকাটায় আক্রান্ত বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষের ঘটনার নেপথ্যে এবার নতুন তত্ত্ব হাজির করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির গোষ্ঠীকোন্দলকেই ইঙ্গিত করলেন তিনি। বুধবার কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আগে আপনারা দেখুন, আপনাদের দলের ভিতরেই কিছু হয়নি তো? কারণ ওই এলাকা পুরোপুরি বিজেপির। এমপি-এমএলএ, সবই বিজেপির। তদন্ত চলছে"।

এর আগে তৃণমূলের তরফে দাবি করা হয়েছিল, নাগরাকাটায় হামলার নেপথ্যে জনরোষই প্রধান কারণ। এবার মুখ্যমন্ত্রীর মন্তব্যে আরও রাজনৈতিক মাত্রা যোগ হল। মমতা আরও বলেন, “ওরা ৩০টা কনভয় নিয়ে সেখানে গিয়েছিল। মানুষ তা ভালোভাবে নেয়নি। উত্তরবঙ্গে এখন পরিস্থিতি খুবই বিপর্যস্ত। প্রশাসন কি উদ্ধারকার্য করবে, নাকি ৫০টা গাড়ি নিয়ে যাঁরা যাচ্ছেন, তাঁদের দেখবে?"

g

তিনি জানান, “আমি যখন গিয়েছিলাম, ২-৩টি গাড়ি নিয়েই গিয়েছিলাম। শান্তিপূর্ণভাবে দুর্গতদের পাশে থেকেছি, ত্রাণ বিলি করেছি। বিপর্যয়ের সময় রাজনীতি করা নয়, মানুষের পাশে দাঁড়ানোই আসল কাজ"।

মঙ্গলবার দুধিয়া ত্রাণ শিবিরে দুর্গতদের সঙ্গে দেখা করার পর মমতা যান শিলিগুড়ির বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন খগেন মুর্মুকে দেখতে। আর তারপরই তিনি এমন মন্তব্য করেন।