নিজস্ব সংবাদদাতা: বাঁকুড়ার কোতুলপুরে বিজেপির সভায় ছাড়পত্র দিল হাইকোর্ট। হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা নির্দেশ দিয়েছেন, মঙ্গলবারের মধ্যে গাইডলাইন তৈরি করে বিজেপিকে জানাতে হবে। সোমবার বিচারপতি মান্থা বলেন, কোনও কারণ না দেখিয়ে পর পর দুবার সভা বাতিল। সেখান থেকেই সন্দেহ হয়। বিধিনিষেধ জারি করে প্রশাসনকে সভার অনুমতি দিতে হবে। কারণ, স্বাধীন রাষ্ট্রে সবার সমান অধিকার। ধর্মতলায় জনসভা নিয়েও মন্তব্য করেন বিচারপতি রাজশেখর মান্থা। তিনি বলেন, অমিত শাহের সভার বিষয়ে বুধবারের মধ্যে পুলিশকে সিদ্ধান্ত নিতে হবে। প্রসঙ্গত, ২৯ নভেম্বর ধর্মতলায় বিজেপির সভায় অমিত শাহের উপস্থিত থাকার কথা রয়েছে। আদালতের নির্দেশে অস্বস্তিতে রাজ্য সরকার।