New Update
/anm-bengali/media/media_files/YpDvt97ALQTMv9IMefBg.jpg)
নিজস্ব সংবাদদাতা: বুধবার বেলা ১২টা থেকে অমিত শাহের সভা হওয়ার কথা রয়েছে। তার ঠিক আগে তীব্র ভাষায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করল বিজেপি। রাজ্য বিজেপির টুইটার হ্যান্ডেল থেকে লেখা হয়েছে, 'কি হবে কন্যাশ্রী, রূপশ্রী নিয়ে। যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন নারী অথচ ধর্ষণ তার কাছে একটা ছোট্ট ঘটনা, ধর্ষিত নারীকে রক্ষার বদলে তার চরিত্রকে যিনি কলঙ্কিত করেন, এমন মুখ্যমন্ত্রীকে ধিক্কার!'
কি হবে কন্যাশ্রী, রূপশ্রী নিয়ে। যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন নারী অথচ ধর্ষণ তার কাছে একটা ছোট্ট ঘটনা, ধর্ষিত নারীকে রক্ষার বদলে তার চরিত্রকে যিনি কলঙ্কিত করেন, এমন মুখ্যমন্ত্রীকে ধিক্কার!#ShahErSongeSomabeshpic.twitter.com/XKo66gUpen
— BJP West Bengal (@BJP4Bengal) November 29, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us