নিজস্ব সংবাদদাতা: বাংলায় তোলপাড় ফেলে ভুয়ো ভোটার ইস্যু এবার দিল্লিতে। এবার ভুয়ো ভোটার ইস্যুতে পৃথকভাবে দিল্লি যাচ্ছে বিজেপি এবং তৃণমূলের প্রতিনিধিদল। নির্বাচন কমিশনের দারস্থ হবে প্রতিনিধিরা। এক ঘণ্টার ব্যবধানে তৃণমূল এবং বিজেপির প্রতিনিধিরা যাবে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাৎ করতে।
জানা গেছে বিকেল চারটে নাগাদ তৃণমূলের প্রতিনিধিরা ও বিকেল পাঁচটা নাগাদ বিজেপির প্রতিনিধিদল যাচ্ছে নির্বাচন কমিশনের দরজায়।
/anm-bengali/media/media_files/g8NCm6kt6I6P8rnKLwjz.png)