BREAKING: মৃতদণ্ডের বিকল্প কিছু...সঞ্জয় রায়ের সাজা ঘোষণায় বড় আপডেট!

কে করলেন এই দাবি?

author-image
Anusmita Bhattacharya
New Update
breakinganm

নিজস্ব সংবাদদাতা:আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রশিক্ষণার্থী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায়কে সোমবার সাজা দিতে চলেছে শিয়ালদহ আদালত। দায়রা জজ অনির্বাণ দাস ১৬২ দিন পর ২০ জানুয়ারি সঞ্জয়কে দোষী ঘোষণা করে সাজা শোনাবেন। 

সঞ্জয়ের যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড হতে পারে। মৃতদণ্ডের বিকল্প কিছু আছে কিনা তা সুপ্রিম কোর্টের সঙ্গে আলোচনা করে ঠিক করা হোক, বলেন সঞ্জয়ের আইনজীবী।