BREAKING: কোনও খারাপ কাজ করতেই পারে না ছেলে ! আইআইএম (IIM) ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত ছেলের পক্ষে বড় দাবি করলেন মা

কি বললেন অভিযুক্তের মা ?

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : এবার কলকাতার আইআইএম (IIM) হোস্টেল ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত, পরমানন্দ জৈনের পক্ষে এক বড় দাবি করলেন তার মা। তিনি বলেন,''গতকাল রাত প্রায় ১১টা নাগাদ আমার ছেলের এক বন্ধু আমায় ফোন করে। সে জানায়, আমার ছেলেকে আটক করা হয়েছে, কিন্তু কেন করা হয়েছে, সেটা সে জানে না। আমাদের কোনও ধারণাই নেই যে কেন আমার ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা আমাদের ছেলের সঙ্গে দেখা করতে চাই, ওর সঙ্গে কথা বলতে চাই। আমরা কলকাতায় কিছুই চিনি না। কোথায় থানা, কোথায় কোর্ট,এসব কিছুই জানি না। আমার ছেলে সম্পূর্ণ নির্দোষ। সে এত দূরে শুধুমাত্র পড়াশোনা করতে এসেছে। সে কোনও খারাপ কাজ কখনোই করতে পারে না।” 

Rape