BREAKING : ছত্রে ছত্রে গাফিলতির প্রমান ! বড়বাজার অগ্নিকাণ্ডের মুলে বেআইনি নির্মাণ

ছত্রে ছত্রে চরম গাফিলতির কারণেই কি এই অগ্নিকান্ড ? উঠছে প্রশ্ন।

author-image
Debjit Biswas
New Update
Fire

 নিজস্ব সংবাদদাতা : এবার বড়বাজার অগ্নিকাণ্ডের ঘটনায় ছত্রে ছত্রে চরম গাফিলতির প্রমান পাওয়া যাচ্ছে। মূলত বেআইনি নির্মাণের জন্যই যে এতবড় একটি অগ্নিকান্ড ঘটে গেছে তা এককথায় প্রায় সকলেই স্বীকার করে নিচ্ছেন। সূত্র মতে,যে হোটেল বিল্ডিংটির চারতলা পর্যন্ত নির্মাণ করার অনুমতি ছিল, তা ছয়তলা পর্যন্ত নির্মাণ করা হলেও, কোনওরকম ব্যবস্থা নেয়নি পৌরসভা। এই হোটেলে অগ্নিকান্ড প্রতিহত করার জন্য কোনওরকম কোনও ব্যবস্থাই ছিল না। এই হোটেলে বেআইনি ভাবে একটি ড্যান্স বার নির্মাণ করার খবরও উঠে আসছে। মূলত এই ড্যান্স বার নির্মাণ করার জন্যই বন্ধ করে রাখা হয়েছিল হোটেল থেকে বেরোনোর আরও একটি বিকল্প পথ।

fire breaks out mechua bazar

তাই ওই দুর্ঘটনার দিন এই বিকল্প পথ ব্যবহার করারও সুযোগ পাননি কেউ। কিন্তু এত বেআইনি কার্যকলাপ চালিয়ে যাওয়ার পরেও কিভাবে একটি হোটেল এতদিন ধরে ব্যবসা করে চলেছিল কলকাতার একটি জনবহুল এলাকায় ? কেন এদের বিরুদ্ধে কোনওরকম কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি ? প্রশ্ন তুলছেন সকলেই।