New Update
/anm-bengali/media/media_files/yfiUeWe5yNvYOkbOUIk4.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ঘটনার দিন তার আগে পরে হস্টেল থেকে ফোনই স্টুডেন্ট ডিনকে করা হয়নি, এমনটাই বিস্ফোরক দাবি করলেন ডিন অফ স্টুডেন্ট। এমনকি হস্টেলের সুপার যিনি হস্টেল ক্যাম্পাসের মধ্যেই থাকেন, ঘটনাস্থল থেকে তাঁর কোয়ার্টার মাত্র ১০ মিটার দূরে। তাঁকেও ফোনে কিছু বলা হয়নি যে এরকম ঘটনা ঘটে গেছে বা ছাত্রটির মধ্যে অস্বাভাবিক আচরণ দেখা গিয়েছে।
ঘটনার দিন ১০:০৫-এ ডিন অফ স্টুডেন্টকে একটি ফোন করে হোস্টেলের এক সিনিয়র ছাত্র বলে যে হস্টেলের মধ্যে রাজনীতিকরণ চলছে। পড়ুয়াদের ভয় দেখানো হচ্ছে যে হোস্টেলে থাকলে তাদেরকে পাঁচিলের উপর দিয়ে হাঁটতে হবে। তাই তারা যেন হোস্টেলে না থাকে। ডিনের দাবি, এই কথা শোনার পর তিনি হোস্টেল সুপারকে ফোন করেন এবং কোনও সমস্যা আছে কিনা সেটা দেখতে বলেন। কিন্তু হোস্টেল সুপার কোনও সমস্যা খুঁজে না পাওয়ায় তিনি আর ডিনকে কিছু জানাননি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us