New Update
/anm-bengali/media/media_files/KbtkxGmGNFMQc3h2lRXI.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: এসএসকেএম হাসপাতালের আইসিসিইউতে স্থানান্তরিত করা হল রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী এবং বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। ১২ নম্বর কেবিনে রাখা হয়েছে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া এই মন্ত্রীকে। জানা গিয়েছে যে রাতে দাঁড়াতে গিয়ে পড়ে যান মন্ত্রী। এরপরই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে হাসপাতালের ৫ নম্বর কেবিন থেকে ১২ নম্বর কেবিনে স্থানান্তরিত করা হয় তাঁকে। এসএসকেএম দাবি করছে যে এই ধরনের অসুস্থতাকে চিকিৎসার পরিভাষায় বলা হয় 'নিউরো কার্ডিওজেনিক সিনকোপ'।
/anm-bengali/media/media_files/WbHH0Wlrtr7ktoPk5ILR.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us