/anm-bengali/media/media_files/Ncynbg3qOb57wqeyTAiV.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: এবার কংগ্রেসের তরফে শুভঙ্কর সরকারকে সভাপতিত্ব দিতেই কুণাল ঘোষ সাধুবাদ জানালেন।
/anm-bengali/media/media_files/WKpSogCv7xBzaqsjaYcL.jpg)
তিনি বলেছেন, "PCC President পদের জন্য অভিনন্দন। যদিও অন্য দল। কিন্তু বন্ধুস্থানীয়, দীর্ঘপরিচয়, মাঝেমধ্যে কথা। আলাদা রাজনৈতিক মঞ্চ হলেও শুভেচ্ছা থাকল বন্ধু। নতুন প্রজন্মের নেতৃত্ব দায়িত্ব পেলে দেখতেও ভালো লাগে। আশা করি বঙ্গরাজনীতির বাস্তবতা প্রতিফলিত থাকবে তোমার পদক্ষেপে"। উল্লেখ্য, অধীর রঞ্জন চৌধুরী বহরমপুর থেকে লোকসভা নির্বাচনে হারার পরেই দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছিলেন। সেই অনুরোধই মঞ্জুর করা হয়েছে।
.@subhankar_cong
— Kunal Ghosh (@KunalGhoshAgain) September 22, 2024
PCC President পদের জন্য অভিনন্দন।
যদিও অন্য দল। কিন্তু বন্ধুস্থানীয়, দীর্ঘপরিচয়, মাঝেমধ্যে কথা।
আলাদা রাজনৈতিক মঞ্চ হলেও শুভেচ্ছা থাকল বন্ধু।
নতুন প্রজন্মের নেতৃত্ব দায়িত্ব পেলে দেখতেও ভালো লাগে।
আশা করি বঙ্গরাজনীতির বাস্তবতা প্রতিফলিত থাকবে তোমার পদক্ষেপে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)