ফের শিরোনামে গুলশান কলোনি ! গোডাউনে লাগলো ভয়াবহ আগুন,উপস্থিত ফায়ার টেন্ডারের দুটি ইঞ্জিন

ভয়াবহ অগ্নিকান্ড গুলশান কলোনিতে।

author-image
Debjit Biswas
New Update
Fire

নিজস্ব সংবাদদাতা : ফের একবার শিরোনামে উঠে এলো আনন্দপুরের গুলশান কলোনি। আজ সকাল ১০টা নাগাদ আনন্দপুরের গুলশান কলোনির একটি গুদামে এক বয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা। এই অগ্নিকাণ্ডের ফলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। 

ই এম বাইপাস লাগোয়া আনন্দপুরের গুলশান কলোনি এলাকায় আজ সকালেই একটি বহুতলের নীচে অবস্থিত একটি গুদামে আজ ভয়াবহ আগুন লাগে। এই আগুন লাগার খবর সতাহনীয়দের কাছে পৌঁছাতেই স্থানীয়রা আগুন নেভানোর কাজে উদ্যোগী হয়ে ওঠেন। খবর দেওয়া হয় দমকলে। আগুন লাগার খবর পাওয়া মাত্রই দ্রুত দমকল কর্মীরা এসে উপস্থিত হন। এরপর যুদ্ধকালীন তৎপরতায় দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করছেন। দমকল কর্মীদের যোগ্য সঙ্গত দিচ্ছেন স্থানীয় এলাকাবাসী। ইতিমধ্যেই ওই বহুতলের সমস্ত বাসিন্দাদের সুরক্ষিত ভাবে বের করে নেওয়া হয়েছে। একটানা ২০ মিনিট ধরে এই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন দমকল কর্মীরা। 

Fire

মনে করা হচ্ছে ওই গুদামে অনেক ধরণের রাসায়নিক ও দাহ্য পর্দাথ সঞ্চিত ছিল। যারফলে এই আগুন লাগার সাথে সাথেই তা দ্রুত ছড়িয়ে পরে। কাজেই এই গুদামঘরের আগুনকেই নিয়ন্ত্রণে আনার জন্য যথেষ্ট বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। এই আগুন সঠিক কারণ কি তা খতিয়ে দেখার চেষ্টা করছে কর্তৃপক্ষ। এই সম্পর্কে আরও বিস্তারিত তথ্য খুব শীঘ্রই আসছে।