New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
নিজস্ব সংবাদদাতা: এবার কলকাতায় আত্মঘাতীর ঘটনা ঘিরে বিতর্কে NRC আতঙ্ক। দিলীপ কুমার সাহা নামের এক ব্যক্তির আত্মহত্যাকে ঘিরে উঠে আসছে NRC আতঙ্কর চর্চা। নিজের ঘর থেকে উদ্ধার হয় ওই ব্যক্তির ঝুলন্ত দেহ। দিলীপ বাবু ছোটবেলায় বাংলাদেশ থেকে এদেশে আসেন।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/eW8JBUc8xchwVAwWwAdM.jpg)
পরিবারের দাবি, NRC হলে তাকে বাংলাদেশ ফেরত পাঠানো হতে পারে ভেবে আতঙ্কে ছিলেন তিনি। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। তবে দিলীপ বাবু সুইসাইড নোটে লিখে গিয়েছেন, তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। দিলীপ বাবুর মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us