মৃত্যু নিয়ে ব্যবসা! আর জি করে প্রাক্তন প্রিন্সিপালের বিরুদ্ধে আরও বড় অভিযোগ

এবার আরো কীর্তি এল সামনে।

author-image
Anusmita Bhattacharya
New Update
sandipghoshrg-ezgif.com-resize (1)

নিজস্ব সংবাদদাতা: হাইকোর্ট নির্দেশ দেওয়ার পরেই আর জি কর কাণ্ডের তদন্তভার নিয়েছে সিবিআই। তবু কাউকে গ্রেফতার করতে পারেনি সিবিআই। সন্দীপ ঘোষকে বারবার সিজিও কমপ্লেক্সে ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবার এই প্রাক্তন প্রিন্সিপালের বিরুদ্ধেই এলো আরও এক চাঞ্চল্যকর তথ্য।

sandiprgkar

মৃতদেহ নিয়ে ব্যবসা করার থেকে বেআইনি আর্থিক লেনদেন করার অভিযোগ উঠল।

RG Kar principal resigns, made head of another prestigious medical college  within hours | Kolkata News - The Indian Express

সন্দীপ ঘোষের বিরুদ্ধে সরব হন হাসপাতালেরই প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি। দাবি করেন মঙ্গলবার রাতে অভিযোগ জানাতে, আইনজীবীকে নিয়ে টালা থানায় গেলেও, পুলিশ এফআইআর নেয়নি।  আখতার আলি বলেন জ্যে  ডেড রেজিস্টার সরিয়ে মৃতদেহ নিয়ে নাকি তিনি চোরাচালান করতেন। 

Who is Sandip Ghosh, ex-principal of RG Kar MCH? Here's a look at his  educational qualification and career trajectory - Times of India