সেই সময় কংগ্রেস নাম উচ্চারণ করেননি

লোকসভা ভোটে বাংলায় কংগ্রেসের সঙ্গে কোনও আসন ভাগাভাগি নয় একাই লড়বে তৃণমূল। বুধবার বর্ধমান যাওয়ার পথে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, কংগ্রেস তাঁকে রাজ্যে ভারত জোড়ো ন্যায় যাত্রা যে পশ্চিমবঙ্গ দিয়ে যাবে তা জানায়নি পর্যন্ত। যদিও তিনি সেই সময় কংগ্রেস নাম উচ্চারণ করেননি।

মল্লিকার্জুন খাড়্গে চিঠি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে

কংগ্রেসের দাবি, ভারত জোড়া যাত্রায় অংশ নেওয়ার জন্য তৃণমূল কংগ্রেসকে আহ্বান জানানো হয়েছিল। খোদ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে চিঠি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে।

মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা খুবই সম্মান করি

কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশ বলেন, ‘খাড়গেজি মমতাকে চিঠি দিয়েছিলেন, ইমেইলও করেছিলেন। আমরা আজও মনে আছে ২০১১ সালে তৎকালীন ইউপিএ ২ সরকারের আমলে আমরা জমি অধিগ্রহণ আইন এনেছিলাম, ২০১৩ সালে তা পাশ হয়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থন না দিলে সেটি পাশ হত না। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা খুবই সম্মান করি।’