ফের উত্তপ্ত ভাঙড়

তৃণমূলের পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ ISF-এর।

author-image
Jaita Chowdhury
New Update
১২

নিজস্ব সংবাদদাতা: ফের উত্তপ্ত ভাঙড়। তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর দুষ্কৃতীদের। ISF-এর বিরুদ্ধে হামলার অভিযোগ। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে ISF। ১৪ এপ্রিল থেকেই ওয়াকফ-বিক্ষোভে ভাঙড়ে তুলকালাম। পুলিশের গাড়ি ভাঙচুর, বাইকে আগুন। ঘটনার প্রতিবাদে কাল মিছিলের ডাক তৃণমূলের। তার আগে ভাঙড়ের চকমরিচা গ্রামে নতুন করে উত্তেজনা।

isf tmc