‘লোক না আনলে মাল মিলবে না!’ ভাঙড়ে তৃণমূল নেতার হুমকি ভাইরাল, কী এই ‘মাল’? উঠছে বড় প্রশ্ন!

ভাঙড়ে তৃণমূল নেতার ভাইরাল ভিডিও নিয়ে ইতিমধ্যে বিতর্কের সৃষ্টি হয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা: ভাঙড়ে ফের চরম বিতর্কে জড়ালেন তৃণমূল নেতা বাহারুল ইসলাম। তৃণমূল নেতা রজ্জাক খানের খুনের প্রতিবাদে অনুষ্ঠিত হতে চলা মিছিলে লোক জড়ো করতে গিয়ে তিনি কার্যত হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দিলেন— যে বুথ যত বেশি লোক আনবে, সেই বুথকে দেওয়া হবে বিশেষ পুরস্কার। আর যারা ব্যর্থ হবে, তারা ‘মাল’ থেকে বঞ্চিত হবে। বাহারুলের এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে প্রবল রাজনৈতিক বিতর্ক ও প্রশ্ন— ঠিক কী এই ‘মাল’? কীসের পুরস্কার বা শাস্তি?

বাহারুল ইসলাম শুধু তৃণমূল নেতা নন, তিনি দক্ষিণ ২৪ পরগনার জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষও। একটি বৈঠকের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে পূর্ব ক্যানিংয়ের তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে পাশে বসিয়ে এই ফরমান জারি করছেন বাহারুল। তিনি স্পষ্ট বলেন, “যে বুথ সবচেয়ে বেশি লোক বার করবে, তাদের আলাদা করে প্রাইজ দেওয়া হবে। ভিডিও তুলে পাঠাতে হবে। আর যে পারবে না, সে মাল থেকে বঞ্চিত হবে।”

তিনি আরও বলেন, “পুজোর সময়ে বিধায়ক আগেই বলে দিয়েছেন, এমন কোনও বাড়ি নেই যাদের বাদ দেওয়া হবে। কাজেই বৃষ্টি হোক, ঝড় হোক, রাস্তায় লোক নামাতেই হবে।”

bhangar a

এই ‘মাল’ আসলে কী? আর এই ‘প্রাইজ’-এর উৎস কী? কেউ কেউ বলছেন, এটি অর্থ বা রেশনজাত পণ্য হতে পারে। কেউ বলছেন, সরকারি সুবিধার ইঙ্গিত থাকতে পারে এই কথায়। তবে যা-ই হোক, এক জন জনপ্রতিনিধির মুখে এমন ভাষা নিয়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক সমালোচনা।

বিজেপি নেতা সজল ঘোষ কটাক্ষ করে বলেন, “তৃণমূলে এখন আর লোক নেই। তাই ‘মাল’ দিয়ে মিছিল ভরাতে হচ্ছে। জনগণকে ভয় দেখিয়ে আর লোভ দেখিয়ে রাস্তায় নামানো তৃণমূলের পুরনো চাল।”

রাজ্য রাজনীতিতে এই ঘটনা নতুন করে বিতর্ক উসকে দিয়েছে, বিশেষ করে পঞ্চায়েত ভোটের পরে যেখানে ভাঙড় ছিল তপ্ত— এবার সেই জায়গাতেই ‘পুরস্কার-শাস্তি’র ছায়া।