/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা: প্রয়াত টলিউডের জনপ্রিয় অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়। সোমবার সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৬২ বছর। বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন অভিনেতা। সম্প্রতি শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দেওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
১৯৬৩ সালের ২৩ মে জন্ম জয় বন্দ্যোপাধ্যায়ের। অভিনয় জগতে তাঁর যাত্রা শুরু হয় ‘অপরূপা’ ছবির মাধ্যমে, দেবশ্রী রায়ের বিপরীতে অভিনয় করে প্রথম থেকেই নজর কাড়েন তিনি। তবে পরিচালক নবেন্দু চট্টোপাধ্যায়ের 'চপার' ছবিতে তাঁর অভিনয় বিশেষ প্রশংসা অর্জন করে। নয়ের দশকে অঞ্জন চৌধুরীর 'হীরক জয়ন্তী' তাঁকে বক্স অফিসে সাফল্য এনে দেয়। জয়-চুমকি চৌধুরীর জুটিও সে সময় দর্শকের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/08/25/123501294-2025-08-25-16-51-02.jpg)
‘নাগমোতি’, ‘মিলন তিথি’, ‘আমরা’-র মতো একাধিক সফল ছবিতে অভিনয় করেছেন তিনি। তবে দীর্ঘদিন ধরে সিনেমা থেকে দূরে সরে রাজনীতির ময়দানে সক্রিয় হন জয়। বিজেপি রাজ্য কমিটির সদস্য ছিলেন তিনি এবং ২০১৪ ও ২০১৯ সালে লোকসভা নির্বাচনে প্রার্থীও হয়েছিলেন। যদিও জয়লাভ করতে পারেননি। ২০২১ সালে আনুষ্ঠানিকভাবে বিজেপি ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি।
ব্যক্তিগত জীবনে জয় বন্দ্যোপাধ্যায় ছিলেন তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন স্বামী। অভিনেতার প্রয়াণে টলিউড এবং রাজনৈতিক মহল শোকস্তব্ধ। তাঁর অকাল প্রয়াণে সহকর্মী, অনুরাগী এবং রাজনৈতিক মহলে নেমে এসেছে শোকের ছায়া।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us