আজ জগদ্ধাত্রী পুজোর ষষ্ঠী! আজই বাড়ছে ঠান্ডা?

এখন পশ্চিমবঙ্গে জগদ্ধাত্রী পুজো চলছে। আজ ষষ্ঠী। আজ কি ঠান্ডা পড়বে?

New Update
kolkata winter n.jpg

নিজস্ব সংবাদদাতা: রবিবার (১৯ নভেম্বর) জগদ্ধাত্রী পুজোর ষষ্ঠী এবং সপ্তমী। সোমবার (২০ নভেম্বর) হল অষ্টমী। এইবার নবমী পড়েছে মঙ্গলবার (২১ নভেম্বর)। আগামী বুধবার (২২ নভেম্বর) পড়েছে দশমী। জগদ্ধাত্রী পুজোয় পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? ঠান্ডা কতটা বাড়বে? জানা গেছে যে আগামী দুই থেকে তিনদিনের মধ্যে রাজ্যের বিভিন্ন জেলার রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি কমে যেতে পারে। তারপর থেকে আর তাপমাত্রার তেমন কোনও হেরফের হবে না। 

hiring.jpg