এখনই জাঁকিয়ে ঠান্ডা নয় বাংলায়; তাপমাত্রা বাড়বে সংক্রান্তির পর, বলছে হাওয়া অফিস

আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোবে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
k

File Picture

নিজস্ব সংবাদদাতা: রাজ্য জুড়ে এখন শীতের হালকা আমেজ। কার্তিক মাসের শেষভাগে ভোরের দিকে পশ্চিমাঞ্চলের একাধিক জেলায় তাপমাত্রা নেমে যাচ্ছে স্বাভাবিকের নিচে। সকালে কুয়াশা, রাতে শিরশিরে হাওয়া—মোটের উপর শীতের স্পর্শ মিলছে বটে, তবে এখনই জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা নেই বলেই জানাল আলিপুর আবহাওয়া দফতর। বরং আগামী কয়েকদিন বাড়বে রাতের তাপমাত্রা।

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপর তৈরি হয়েছে একটি নিম্নচাপ এলাকা, যা আপাতত শ্রীলঙ্কা উপকূলের কাছে অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টায় এই নিম্নচাপ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোবে। এর ফলে বাংলার উপর দিয়ে বইতে থাকা উত্তুরে হাওয়ার দাপট কমবে, জায়গা নেবে দক্ষিণ-পূর্ব দিকের উষ্ণ হাওয়া।

Winter

আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত উত্তুরে হাওয়া কার্যত দুর্বল থাকবে। এর ফলে ঠান্ডার অনুভূতি আরও কমবে। তবে উত্তর ও দক্ষিণবঙ্গ—কোথাওই উল্লেখযোগ্য বৃষ্টির সম্ভাবনা নেই। ভোরবেলা আকাশ কুয়াশাচ্ছন্ন থাকবে। আবহাওয়াবিদদের মতে, এবার শীত পড়তে পড়তে দেরি হবে। সংক্রান্তির পরে অর্থাৎ নভেম্বরের শেষভাগ বা ডিসেম্বরের প্রথম সপ্তাহে তাপমাত্রা কমতে শুরু করতে পারে।