Big News: ‘পশ্চিমবঙ্গ দিবস’ পাবে বাংলা!

আর অন্য কোনও তারিখ নয়, এবার বাংলা আনুষ্ঠানিকভাবে পেতে পারে পশ্চিমবঙ্গ দিবস পালনের একটি নির্দিষ্ট দিন। খুব তাড়াতাড়ি ঘোষণা করা হবে বলে জানা গেছে।

author-image
Anusmita Bhattacharya
New Update
mamatapm

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: আগামী বছরে বাংলা নতুন বছরের শুরুতেই কি নতুন উৎসব পেতে চলেছে বাংলা? রাজ্য সরকারের তরফে গত কয়েক দিন ধরেই পশ্চিমবঙ্গ দিবস পালনের জন্য তারিখের সন্ধান করা হচ্ছিল। এবার জানা গেল যে সব ঠিক থাকলে সেটা হতে চলেছে ১ বৈশাখ। এমনিতেই বৈশাখের প্রথম দিন বাঙালির কাছে উৎসব। ওই দিন যদি পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালিত হয় তাহলে জোড়া উৎসব পালন করবে বঙ্গবাসী।

সোমবার ১ বৈশাখ 'পশ্চিমবঙ্গ দিবস' পালনের সুপারিশ করেছে 'পশ্চিমবঙ্গ দিবস নির্ধারণ কমিটি'। সোমবার বিধানসভায় কমিটির উপদেষ্টা তথা প্রাক্তন সাংসদ সুগত বসুর নেতৃত্বে এক বৈঠক হয় যেখানে নাকি সিদ্ধান্ত হয়েছে যে ১ বৈশাখ 'পশ্চিমবঙ্গ দিবস' পালন করা যেতে পারে। কেন এই দিনটিকে কমিটি 'পশ্চিমবঙ্গ দিবস' হিসেবে ঘোষণার সুপারিশ করা হয়েছে, তা বৈঠকে ব্যাখ্যা করেন সুগত। পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক ইতিহাসকে মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে। তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ছেড়ে দিল ওই কমিটি। জানা গেছে যে গত শুক্রবারের বৈঠকে বিভিন্ন তারিখের ব্যাপারে যুক্তি দেখিয়েছেন কমিটির সদস্যরা। কেউ বলেছিলেন যে ১ বৈশাখ 'পশ্চিমবঙ্গ দিবস' হিসেবে ঘোষণা করা হোক। কেউ আবার ২৮ মে দিনটির পক্ষে মত দিয়েছেন। কারণ, ওই দিন বিধানসভায় পাস করা হয় পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনের প্রস্তাব। আবার একাংশ ১৫ অগস্ট স্বাধীনতা দিবসের দিন 'পশ্চিমবঙ্গ দিবস' ঘোষণার পক্ষপাতী। কিন্তু সোমবারের বৈঠকে সুগতর যুক্তি মেনে নেন কমিটির সব সদস্যরা।

রাজ্য বিজেপি ২০ জুনকে 'পশ্চিমবঙ্গ দিবস' হিসেবে পালন করে থাকে। এর কারণ হল ১৯৪৭ সালের ২০ জুন বঙ্গীয় প্রাদেশিক আইনসভায় ভোটাভুটিতে বাংলা ভাগের বিষয়টি স্থির করা হয়। বাংলাকে দু'ভাগে ভাগ করে পূর্ব পাকিস্তান তৈরী হয়। পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্তি ঘটে ভারতে। যার কৃতিত্ব বিজেপি রাজনৈতিকভাবে জনসঙঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে দিয়ে থাকে। তাই পশ্চিমবঙ্গ সরকার পৃথক 'পশ্চিমবঙ্গ দিবসে'র ঘোষণা করে পাল্টা চালে মাত করতে চাইছে। গত ২০ জুন রাজভবনে 'পশ্চিমবঙ্গ দিবস' পালন করেছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। কিন্তু এই দিনটিকে 'পশ্চিমবঙ্গ দিবস' হিসেবে মানতে চান না বাংলার মুখ্যমন্ত্রী। রাজ্যপালকে এই আয়োজন থেকে বিরত থাকতে অনুরোধ করলেও রাজভবনে 'পশ্চিমবঙ্গ দিবস' পালন করেন সিভি আনন্দ বোস।