New Update
/anm-bengali/media/media_files/6qur8CqJ9ph4mHKyfLxg.webp)
নিজস্ব সংবাদদাতা: শিলিগুড়ির বিজেপি বিধায়ককে সঙ্গে নিয়ে উত্তরকন্যা অভিযানে শুভেন্দু অধিকারী। তার আগেই ব্যারিকেড দিয়ে তাঁকে আটকাল পুলিশ। পুলিশের সঙ্গে বচসা বিরোধী দলনেতার। ১৪৪ ধারা জারির কারণ দেখিয়ে বাধা দিল পুলিশ। এই মুহূর্তে বিরাট উত্তেজনা সৃষ্টি হয়েছে সেখানে। এরপরেই বিজেপি স্লোগান দিতে থাকে 'চোর মমতা হায় হায়'।
/anm-bengali/media/media_files/WbHH0Wlrtr7ktoPk5ILR.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us