BIG NEWS: ২০০ কিমি বেগ! আজ সন্ধ্যা...সাগরবক্ষে শুরু মোচার তাণ্ডব

মোচা নিয়ে লেটেস্ট আপডেট। আজ জন্ম নিচ্ছে মোচা। কবে কখন সেটা আঘাত করবে বাংলায়? জানুন এখানে।

author-image
Anusmita Bhattacharya
New Update
mocha.jpg

নিজস্ব সংবাদদাতা: বঙ্গোপসাগরে ঠিক কখন জন্ম নিতে চলেছে ঘূর্ণিঝড় মোচা (Cyclone Mocha)? বুধবার সকালে তার খবর দিলো মৌসম ভবন। আবহাওয়া দফতরের পূর্বাভাস (Weather Forecast) অনুযায়ী বঙ্গোপসাগরে ঘনিয়ে ওঠা দুর্যোগ সামুদ্রিক ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে আজ। সন্ধ্যায় জন্ম নিচ্ছে মোচা। পরের কিছু ঘন্টায় আরো শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে যার বেগ থাকবে ঘণ্টায় ২০০ কিলোমিটার। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা (West Bengal Coastal Zone) ব্যাপক ক্ষতিগ্রস্ত হতে পারে আশঙ্কা প্রকাশ করছে হাওয়া অফিস।