মডেল থেকে অভিনেত্রী, এবার জেলে! শান্তা পালের মামলায় নতুন মোড়, পুলিশের জালে তাঁর নেপথ্যসঙ্গী

বাংলাদেশি মডেলকে ভুয়ো ভারতীয় নথি তৈরিতে সাহায্যের অভিযোগে নৈহাটি থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
bangladeshi models


নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশের আলোচিত মডেল ও অভিনেত্রী শান্তা পালকে ঘিরে চাঞ্চল্যকর মামলায় নতুন মোড়। এবার পুলিশের জালে ধরা পড়ল তাঁর ঘনিষ্ঠ বন্ধু সৌমিক দত্ত। সূত্রের খবর, ভুয়ো নথি তৈরির সমগ্র প্রক্রিয়ায় এই সৌমিকই নেপথ্যে থেকে শান্তাকে সহযোগিতা করেছিল। নৈহাটি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

উল্লেখ্য, বাংলাদেশের পাসপোর্ট নিয়ে কলকাতায় এসে শান্তা পাল ভুয়ো আধার কার্ড ও ভোটার কার্ড বানিয়ে দীর্ঘদিন ভারতে বসবাস করছিলেন। লালবাজারের গোয়েন্দারা তাঁকে গ্রেপ্তার করার পরই সামনে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। জানা যায়, একসময় বাংলাদেশের বিমান সংস্থায় কর্মরত থাকলেও শান্তা ছিলেন দেশের নামী মডেল। একাধিক সৌন্দর্য প্রতিযোগিতায় জয়ী হয়েছেন তিনি। ২০১৬ সালে বাংলাদেশের হয়ে অংশ নেন ‘ইন্দো-বাংলা বিউটি পেজেন্ট’-এ, আর ২০১৯ সালে হন ‘মিস এশিয়া গ্লোবাল’। পরে পা রাখেন অভিনয় জগতে এবং সেসময় যোগ দেন বিমান সংস্থায়।

arrested a

তবে ২০২১ সালে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ প্রতিযোগিতায় অংশ নিয়ে ঢাকায় অনিয়মের অভিযোগ তোলেন শান্তা, যা বড়সড় বিতর্কের জন্ম দেয়। এরপর থেকে বিমান সংস্থার চাকরি ছাড়েন তিনি। গত দুই বছরে অভিনয় করেন তামিল ও টলিউডের ছবিতে, এমনকি একটি ওড়িয়া ছবিতেও সই করেন। কয়েকটি বাংলা সিরিয়ালে কাজ করার চেষ্টাও করছিলেন।

গত মাসে কলকাতা থেকে শান্তা পালের গ্রেপ্তারের পর থেকেই পুলিশ খুঁজছিল তাঁর সহযোগীদের। অবশেষে সৌমিক দত্তের গ্রেপ্তারি এই মামলায় নতুন দিক উন্মোচন করতে পারে বলে মনে করছে তদন্তকারী সংস্থা।