বাতিল বাংলাদেশ-ভারত প্রতিরক্ষা চুক্তি! কলকাতার প্রতিরক্ষা শিল্পে ধাক্কা

বাংলাদেশ ভারতের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তি বাতিল করল।

author-image
Tamalika Chakraborty
New Update
bangladesh  india business

নিজস্ব সংবাদদাতা: ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েনের মাঝেই বাংলাদেশ সরকার বাতিল করল এক গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তি। প্রায় ১৮০.২৫ কোটি টাকার এই চুক্তি ছিল কলকাতার সরকারি প্রতিরক্ষা সংস্থা গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড (GRSE)-এর সঙ্গে।

Bangladesh

বুধবার সংস্থাটি স্টক এক্সচেঞ্জে জানায়, বাংলাদেশের সরকার আনুষ্ঠানিকভাবে এই অর্ডার বাতিল করেছে। এই চুক্তির আওতায় তৈরি হওয়ার কথা ছিল একটি উন্নত মানের ওশান গোয়িং টাগ বোট, যা সমুদ্রে জাহাজ টানার ও উদ্ধার কাজে ব্যবহৃত হয়। বিশ্লেষকরা মনে করছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের অবনতিই এই চুক্তি বাতিলের মূল কারণ।

অনেকেই বলছেন, এই পদক্ষেপ শুধু ব্যবসায়িক ক্ষতি নয়, বরং ভারতের প্রতিরক্ষা কূটনীতির ওপর একটি সরাসরি চ্যালেঞ্জ।