গোবরডাঙায় না থেমে ছুটল বনগাঁ এসি লোকাল, ২০ মিনিট পর ব্যাক করল ট্রেন!

প্ল্যাটফর্মে নামার সুযোগ পাননি কেউই।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
ac local

File Picture

নিজস্ব সংবাদদাতা: অফিসযাত্রীদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ ছড়াল বুধবার সন্ধ্যায় শিয়ালদহ-বনগাঁ-রানাঘাট এসি লোকাল ট্রেনে। নির্ধারিত সময়েই গোবরডাঙা স্টেশনে পৌঁছেও না থেমে ট্রেনটি প্ল্যাটফর্ম না দাঁড়িয়েই এগিয়ে যায় প্রায় তিনশো মিটার দূর পর্যন্ত। দরজা না খোলায় যাত্রীরা নেমে পড়তে না পেরে কার্যত আতঙ্কে পড়েন। প্রায় ২০ মিনিট পর ট্রেন ব্যাক করে আবার স্টেশনে ফিরে আসে।

ঘটনাটি ঘটে বুধবার সন্ধ্যা ৭টা ৩৬ মিনিটে। প্রত্যক্ষদর্শীদের মতে, গোবরডাঙা স্টেশনে পৌঁছনোর পরও দরজা খুলছিল না। যাত্রীরা গেটের সামনে দাঁড়িয়ে নামার প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু দরজা না খোলার পরই আচমকা ট্রেনটি আবার চলতে শুরু করে। ফলে প্ল্যাটফর্মে নামার সুযোগ পাননি কেউই।

এক যাত্রী ক্ষোভের সঙ্গে বলেন, “ট্রেন রাইট টাইমে ঢুকেছিল। আমরা সবাই নামার প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু দরজা খুললই না! তারপর দেখি ট্রেন এগোতে শুরু করেছে। ভিতরে দু’জন অসুস্থ যাত্রীও ছিলেন। আমরা ভয় পেয়ে ট্রেনের স্পিকারে গার্ডকে জানাই যে গোবরডাঙায় দরজা খোলেনি। এরপর প্রায় কুড়ি মিনিট বাদে ট্রেন ব্যাক করে ফেরে”।

s

রেল সূত্রে জানা গিয়েছে, টেকনিক্যাল ত্রুটির কারণেই দরজা খোলেনি। গার্ড ও চালকের মধ্যে যোগাযোগের পরই ট্রেনটি পিছিয়ে এনে প্ল্যাটফর্মে দাঁড় করানো হয়। এরপর দরজা খুলে যাত্রীদের নামার সুযোগ দেওয়া হয়। ঘটনায় যাত্রীদের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে।