New Update
/anm-bengali/media/media_files/FWRwaGtCECEXV5N3L3Mh.jpg)
অয়ন শীল-শ্বেতা চক্রবর্তী
নিজস্ব সংবাদদাতা: অয়ন শীলের (Ayan Shil) বান্ধবী শ্বেতার মুখে নেতার নাম। নিয়োগ দুর্নীতিকাণ্ডে (Recruitment Scam) হুগলির প্রোমোটার অয়ন শীলের বান্ধবী শ্বেতা চক্রবর্তী (Sweta Chakraborty) ইডির (ED) কাছে মুখ খুললেন বলে জানা গেছে। পাঁচ ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদের পর আধিকারিকদের বিস্ফোরক তথ্য দিয়েছেন শ্বেতা, এমনটাই দাবি। ৭-৮ জন নেতার নাম নাকি আধিকারিকদের বলেছেন শ্বেতা। জানা গেছে, অয়নের সঙ্গে দেখা করতে আসতেন একাধিক প্রভাবশালী নেতা (Party Leader)। শুধু তাঁরাই আসতেন না, অয়নও মাঝে মাঝে যেতেন। আজ অয়নের স্ত্রী, পুত্র এবং তাঁর কোম্পানি এবিএস ইনফোজোনের ২ কর্মীকে তলব করেছে ইডি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us