অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অতীন ঘোষের মা
অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষের মা। অতীন ঘোষের মা গীতা ঘোষ শনিবার সন্ধ্যায় নলীন সরকার স্ট্রিটের বাড়িতে অগ্নিদগ্ধ হয়েছেন।
অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষের মা। অতীন ঘোষের মা গীতা ঘোষ শনিবার সন্ধ্যায় নলীন সরকার স্ট্রিটের বাড়িতে অগ্নিদগ্ধ হয়েছেন।
পুজো করতে গিয়ে দেশলাই কাঠি থেকে আগুন ধরে যায় তাঁর শাড়িতে। সেখান থেকেই দাউদাউ করে জ্বলতে থাকে আগুন। এর জেরেই গীতা ঘোষের দেহের ৬৫ শতাংশ পুড়ে গিয়েছে বলে জানা গিয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে অতীন ঘোষের পরিবারে।