New Update
/anm-bengali/media/media_files/W5lmDPkTdV4pFxo1WNb4.jpg)
নিজস্ব সংবাদদাতা : পশ্চিমবঙ্গে রাজনৈতিক উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে। আর এই আবহের মাঝেই এবার কলকাতায় এলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তবে কোনও রাজনৈতিক কাজের জন্য নয়, আসলে তিনি শহরের রথীন্দ্র মঞ্চে আয়োজিত ‘বিবেকানন্দ সেবা সম্মান ২০২৫’ অনুষ্ঠানে যোগ দিতে এসেছেন। এই অনুষ্ঠানটি দ্বারকানাথ ঠাকুর স্ট্রিটে অনুষ্ঠিত হচ্ছে। এই অনুষ্ঠানে স্বামী বিবেকানন্দের আদর্শকে স্মরণ করে বিশেষ বিশেষ ব্যক্তিদের সম্মান জানানো হবে।
#WATCH | West Bengal | Assam CM Himanta Biswa Sarma arrives in Kolkata
— ANI (@ANI) March 2, 2025
The CM will attend 'Vivekananda Seva Samman 2025' at Rathindra Manch, Dwarkanath Tagore Street, today. pic.twitter.com/mnBySzByaA
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us