New Update
/anm-bengali/media/media_files/Y0Oc8w7uImFb64FeVNux.jpg)
নিজস্ব সংবাদদাতা: প্রথমে বিজেপি। তারপর তৃণমূল। শেষে লোকসভা ভোটের পূর্বে টিকিট না পেয়ে ফের বিজেপিতে অর্জুন সিং। তবে ব্যারাকপুরে এবার আর ফল পেলেন না তিনি। তৃণমূলের পার্থ ভৌমিকের কাছে পরাজিত হলেন। এবার সেই অর্জুন মুখ খুলে বললেন ঠিক ভাবে নির্বাচন হলে বিজেপি বেশি আসনে জিতত।
/anm-bengali/media/media_files/xTNoRA5gRRwyf9uDZfd9.jpg)
রবিবার ভোট পরবর্তী হিংসার প্রতিবাদে রাজভবনের সামনে ধরনায় বসে রাজ্যের পদ্ম-শিবিরের বিধায়করা। সভায় অর্জুন লোকসভা নির্বাচন নিয়ে বলেন, "পূর্বের চিফ সেক্রেটারি করোনার সময় উনি ২২০০ কোটি টাকা দুর্নীতি করেছেন। উনিই ভোটের নাম প্রহসন করেছেন। সাধারণ মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারলে মমতা বন্দ্যোপাধ্যায় থাকতেন ৩২ শতাংশ আর আমরা থাকতাম ৪৬ শতাংশে"।
/anm-bengali/media/post_attachments/bded36de3b0e85b2d1072da7a4342b1b689f6b53c6f091a2458941d0ee7278a1.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us