‘বিহারের জনগণ জাতীয়তাবাদী শক্তির সাথে দাঁড়িয়ে আছে’: জেপি নাড্ডা
বিহারে কাজ শেষ, পরের লক্ষ্য পশ্চিমবঙ্গ, জঙ্গল রাজ শেষ করবে বিজেপি: প্রধানমন্ত্রীর বড় বার্তা
বিহারকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
বিহারে গেরুয়া ঝড়, দিল্লিতে বিতরণ হল ক্ষীর
ভোটার তালিকার শুদ্ধিকরণ প্রয়োজন, বুঝিয়ে দিল বিহার, বড় বার্তা শাহর
বিহারের ফলাফলে উচ্ছ্বসিত আসাম
বঙ্গোপেক্স ২০২৫ ফিরল ছয় বছর পর! সায়েন্স সিটিতে ডাকটিকিট প্রেমীদের জমায়েত, উদ্বোধনে রাজ্যপাল
গণনায় এগোচ্ছে এনডিএ, উচ্ছ্বাসে রাস্তায় বিজেপি কর্মীরা— “মানুষ উন্নয়নকেই ভোট দিয়েছে”
বিহারে এনডিএ ঝড়! হাওড়ায় বিজেপির উল্লাসে ফেটে পড়ল রাস্তাঘাট, বিজয় মিছিল–মুখে মিষ্টি

আরও চাপে প্রশাসন! SSKM-এ প্রবেশে নিষেধাজ্ঞা অভিক দের

বিতর্কের মুখে পড়ে অভিক দে-র ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কোনওভাবেই বর্তমানে তিনি এসএসকেএমে ঢুকতে পারবেন না।

author-image
Tamalika Chakraborty
New Update
avik 23

নিজস্ব সংবাদদাতা:  আরও বিপাকে অভিক দে। আরজি কর কাণ্ড থেকে মেডিক্যাল কলেজে থ্রেট কালচারে বার বার অভিক দের নাম উঠে এসেছে। ইতিমধ্যে স্বাস্থ্য ভবন থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। চিকিৎসক ধর্ষণ-খুনের দিন সেমিনার রুমে অভীক থাকার দাবি IMA বেঙ্গলের। বিতর্কের মুখে পড়ে অভিক দে-র ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।  কোনওভাবেই বর্তমানে তিনি এসএসকেএমে ঢুকতে পারবেন না। 

avik dey

দুর্নীতি কাণ্ডে সিবিআই আরজি করের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে। সন্দীপ ঘোষকে গ্রেফতার করার পরেই টনক নড়ে স্বাস্থ্য ভবনের।  রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বিভিন্ন পদ থেকে সরিয়ে দেওয়া হল সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ অভীক দে ও বিরূপাক্ষ বিশ্বাসকে। স্বাস্থ্য ভবন সাসপেন্ড করেন এই দুই বিতর্কিত চিকিৎসকরা। সাসপেন্ড করা হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসক মুস্তাফিজুর রহমান মল্লিককেও।  এবার এসএসকেএমে অভিক দে-র ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। 

 tamacha4.jpeg