New Update
/anm-bengali/media/media_files/8r3tmw7JAZmrEJ4CTR1H.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: দুর্গাপুজো নিয়ে চারিদিকে সাজসাজ রব। বহু মণ্ডপেরই উদ্বোধন হয়ে গেছে। আর কিছু মণ্ডপে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি। অথচ এমন আনন্দের মুহুর্তে ঘটল অগ্নিকাণ্ডের ঘটনা।
কলকাতায় আবার অগ্নিকাণ্ড। কালীঘাটের বহুতলে এদিন আগুন লাগে। ১৪ নম্বর কালীঘাট রোডে ওই বহুতল। বহুতলের দোতলায় আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের তিনটি ইঞ্জিন। পরে কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কি কারণে ওই আগুন লাগে তা এখনও স্পষ্ট নয়। তবে এর অদূরেই মুখ্যমন্ত্রীর বাড়ি হওয়ায় ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
/anm-bengali/media/media_files/uRcXrflLsLMD0Nx5UI5z.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us