BREAKING: "অভিষেক বন্দ্যোপাধ্যায়, একটু দেখুন..."! চরম অভিযোগ তুললেন এই বিজেপি সাংসদ

ভোটার তালিকার বিশেষ সংশোধন ঘিরে চড়ছে পারদ।

author-image
Anusmita Bhattacharya
New Update
Large-img-Abhishek-Banerjee

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: SIR ইস্যুতে এবার অনুরাগ ঠাকুরের নিশানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের সংসদীয় এলাকার ভোটার তালিকা তুলে এই নিশানা করলেন অনুরাগ। ডায়মন্ড হারবার লোকসভায় ভূতুড়ে ভোটারের অভিযোগ। ডায়মন্ড হারবারের ৩০১টি বুথে ১৫ শতাংশ ভোটার বৃদ্ধি পেয়েছে। গত ৪ বছরে ১৫ শতাংশ ভোটার বৃদ্ধি। যেখানে সবকটি আসন তৃণমূলই জিতেছে। "অভিষেক বন্দ্যোপাধ্যায়, একটু দেখুন ডায়মন্ড হারবারে কি হচ্ছে", বলেন অনুরাগ।

anurag thakurrr.jpg