'পা সরু হয়ে যাচ্ছে', অনুব্রত মণ্ডল নতুন বিপদে

দীর্ঘদিন ধরে দিল্লির তিহাড় জেলে বন্দী তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এবার তাঁর শারীরিক পরিস্থিতি নিয়ে একটা খারাপ খবর এল সামনে। রইল সেই সংক্রান্ত বিশেষ আপডেট।

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
anubrata3

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: একদিকে রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক যখন ইডির হাতে গ্রেফতার হয়েছেন, তখন ফের খারাপ খবর তিহাড় জেলে বন্দি তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে নিয়ে। আবার ২৯ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতে থাকতে হবে অনুব্রত মণ্ডল, তাঁর কন্যা সুকন্যা মণ্ডল, সায়গল হোসেনসহ তিহাড়ে থাকা গরু পাচারে-যুক্ত বাকি বন্দিদের। নতুন নির্দেশ দিয়েছে দিল্লির রাউজ এভিনিউ কোর্ট।

এদিকে আবার শুনানির আগে অনুব্রত তাঁর আইনজীবীদের জানান যে ডান পায়ে ব্যাথা হচ্ছে আর পা নাকি ক্রমশ সরু হয়ে যাচ্ছে। এদিনও হুইলচেয়ারে আদালতে আসেন অনুব্রত। কোর্ট রুমে মনীশ কোঠারির সঙ্গে অনুব্রত কথা বলতে চাইলেও নিজের জায়গা ছেড়ে অনুব্রত মণ্ডলের সঙ্গে কথা বলতে চাইলেন না সদ্য জামিনপ্রাপ্ত মনীশ। জেলে হাতে চোট লেগেছে সায়গল হুসেনের।