New Update
/anm-bengali/media/media_files/6Ljg9WkMDaONJLyx7faM.jpg)
নিজস্ব সংবাদদাতা: অভয়া কাণ্ডের প্রতিবাদে আবার জেগে উঠবে রাতের কলকাতা। ৮ ও ৯ আগস্টের মাঝের রাতে প্রতিবাদ-আন্দোলন হবে। সামিল হবেন শিল্পী থেকে নাগরিক সমাজ। ৯ আগস্ট সকালে হবে জুনিয়র ডক্টর ফ্রন্ট- এর রাখিবন্ধন। কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার মশাল মিছিল হবে। ৯ আগস্ট বিকেলে হবে ক্রাই অফ আওয়ার। বিকেলে আর জি কর মেডিকেলে জমায়েতের ডাক দিল জুনিয়র ডক্টর ফ্রন্ট।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/H4AbU2qzdLsubcy98Djg.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us