BREAKING: আর জি করের বিচার, রাখিপূর্ণিমার রাতেই জেগে উঠবে তিলোত্তমা!

আবার রাস্তায় রাস্তায় বিক্ষোভ।

author-image
Anusmita Bhattacharya
New Update
R G Kar Incident

নিজস্ব সংবাদদাতা: অভয়া কাণ্ডের প্রতিবাদে আবার জেগে উঠবে রাতের কলকাতা। ৮ ও ৯ আগস্টের মাঝের রাতে প্রতিবাদ-আন্দোলন হবে। সামিল হবেন শিল্পী থেকে নাগরিক সমাজ। ৯ আগস্ট সকালে হবে জুনিয়র ডক্টর ফ্রন্ট- এর রাখিবন্ধন। কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার মশাল মিছিল হবে। ৯ আগস্ট বিকেলে হবে ক্রাই অফ আওয়ার। বিকেলে আর জি কর মেডিকেলে জমায়েতের ডাক দিল জুনিয়র ডক্টর ফ্রন্ট।

r g karnews